ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার মনোনয়নপত্র দাখিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার মনোনয়নপত্র দাখিল

ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার মনোনয়নপত্র দাখিল
ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার মনোনয়নপত্র দাখিল



আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।


সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কার্যালয়ে প্রার্থীর পক্ষে দলটির স্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।


এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, প্রার্থীর প্রস্তাবকারী গোলাম কুদ্দুস, সমর্থনকারী শেখ মো. আব্দুল আজিজ এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসানসহ দলীয় নেতাকর্মীরা।


মনোনয়নপত্র দাখিল শেষে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয় অর্জন করবে। তারা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে ফরিদপুর-১ আসনে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Post Top Ad

Responsive Ads Here