থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রামে বার বন্ধ, পতেঙ্গা ও পারকি বিচে প্রবেশ নিষেধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রামে বার বন্ধ, পতেঙ্গা ও পারকি বিচে প্রবেশ নিষেধ

থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রামে বার বন্ধ, পতেঙ্গা ও পারকি বিচে প্রবেশ নিষেধ
থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রামে বার বন্ধ, পতেঙ্গা ও পারকি বিচে প্রবেশ নিষেধ


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।


সোমবার (২৯ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের বর্ষবিদায় ও ২০২৬ সালের নববর্ষ উদযাপন উপলক্ষে অনুমতি ছাড়া সড়ক, উন্মুক্ত স্থান, ভবনের ছাদসহ জনসাধারণের ব্যবহার্য কোনো স্থানে সভা-সমাবেশ, গণজমায়েত, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।


এছাড়া মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।


নির্দেশনায় আরও জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব বার ও মদের দোকান বন্ধ থাকবে। একই সময় আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশস্থল ও উৎসবস্থলে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।


জননিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড, নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানি বা ইভটিজিং এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।


সিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 



Post Top Ad

Responsive Ads Here