রাঙামাটিতে শেষ দিনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

রাঙামাটিতে শেষ দিনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাঙামাটিতে শেষ দিনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
রাঙামাটিতে শেষ দিনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 

রাঙামাটি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে পার্বত্য রাঙামাটি-২৯৯ আসনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।


সোমবার (২৯ ডিসেম্বর) রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং ১০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদসহ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।


দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র হস্তান্তর করেন।


মনোনয়নপত্র দাখিলের সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, দুপুর সাড়ে ১২টায় জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ এবং দুপুর ১টায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়ন জমা দেন। পরে দুপুর আড়াইটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জসিম উদ্দিন এবং বিকেল ৪টায় গণঅধিকার পরিষদের চূড়ান্ত প্রার্থী এম এ বাশার মনোনয়নপত্র দাখিল করেন।


এর আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার এবং খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লা মনোনয়নপত্র জমা দেন।


মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ বিষয়ে বিকেল ৫টায় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। এর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here