আমতলীতে আইনশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫

আমতলীতে আইনশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

 

আমতলীতে আইনশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
আমতলীতে আইনশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস দমন এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে করণীয় নির্ধারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।


সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, নৌবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট মো. রাফি, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন, আমতলীবন্দর মাদরাসার অধ্যক্ষ মো. ইউনুছ আলী হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম।


এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বকুলনেছা মহিলা কলেজের প্রভাষক মো. জয়নাল আবেদিন, এনসিপির সমন্বয়ক মো. বায়জিদ, বিআরডিবি চেয়ারম্যান মাইনউদ্দিন মামুন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মাতুব্বরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।


সভায় বক্তারা আসন্ন সময়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নজরদারিতে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্ত্রাস, মাদক, গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়।


সভা শেষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Post Top Ad

Responsive Ads Here