আমতলীতে শান্তিপূর্ণ পরিবেশে শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫

আমতলীতে শান্তিপূর্ণ পরিবেশে শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা

আমতলীতে শান্তিপূর্ণ পরিবেশে শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা
আমতলীতে শান্তিপূর্ণ পরিবেশে শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা



আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলী উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আমতলী সরকারি একে হাইস্কুল কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।


আমতলী সরকারি একে হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৪৯৭ জন। প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৬৬ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিল ৩১ জন।


অপরদিকে, দাখিল জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৭ জন পরীক্ষায় অংশ নেয়। একই কেন্দ্রে ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় নিবন্ধিত ২০৫ জনের মধ্যে ১৬৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল।


পরীক্ষা চলাকালে বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তারা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নজরদারি ও আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here