ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫

ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত

ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত
ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত


 

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। 


আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।





ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে ঢাকার দিকে যাওয়া ‘হাজী অ্যাম্বুল্যান্স সার্ভিস’-এর একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুল্যান্সের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহতরা হলেন,যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) এবং তাঁর বোন বিউটি বেগম (৩০)। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)।


এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।


ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”



Post Top Ad

Responsive Ads Here