
পটিয়া পৌর সদরে অপরাধ দমনে বসছে ৩২ হাই-পাওয়ার সিসি ক্যামেরা
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের পটিয়া পৌর সদরে চুরি, ছিনতাই ও মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। পুরো পৌর এলাকাকে নজরদারির আওতায় আনতে গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল স্থানে বসানো হচ্ছে ৩২টি হাই-পাওয়ার সিসি ক্যামেরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ইতোমধ্যে ১৬টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। বাস স্টেশন, কলেজ গেট, থানার মোড়সহ ব্যস্ত এলাকায় খুঁটির ওপর এসব ক্যামেরা বসানো হয়েছে। বাকি ১৬টি ক্যামেরা পর্যায়ক্রমে অপরাধপ্রবণ ও গুরুত্বপূর্ণ সড়কে স্থাপন করা হবে। মূল সড়কের পাশাপাশি কয়েকটি সংযোগ সড়কও এই নজরদারি নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে পটিয়া পৌর সদরে ছিনতাই, চুরি ও মোটরসাইকেল চুরির ঘটনায় একাধিক সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে রাতের বেলায় বাইপাস ও আশপাশের এলাকায় অপরাধের প্রবণতা বাড়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়।
অপরাধ বিশ্লেষকদের মতে, পটিয়ার ভৌগোলিক অবস্থান, বাইপাস সড়কের সংযোগ এবং দ্রুত পালানোর সুযোগ অপরাধীদের জন্য সুবিধাজনক ছিল। সিসি ক্যামেরা চালু হলে এসব পথ আর নিরাপদ থাকবে না। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অপরাধ সংঘটনের সময়, ধরন ও রুটিন শনাক্ত করা সহজ হবে, যা তদন্ত ও প্রতিরোধে সহায়ক হবে।
পটিয়া পৌর সদরের ব্যবসায়ীরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, সাম্প্রতিক সময়ে রাতের বেলায় দোকান ও মোটরসাইকেল চুরির ঘটনা বাড়ছিল। ব্যক্তিগত উদ্যোগে ক্যামেরা বসালেও তা পর্যাপ্ত ছিল না। কেন্দ্রীয়ভাবে স্থাপিত সিসি ক্যামেরা নিরাপত্তা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ৩২টি হাই-পাওয়ার সিসি ক্যামেরা চালু হলে পটিয়া পৌর সদরে রাতের অপরাধ ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে। পাশাপাশি অপরাধী শনাক্তের হার বাড়বে, পুলিশি টহল আরও সমন্বিত হবে এবং জননিরাপত্তা নিয়ে মানুষের আস্থা বাড়বে।
