চরফ্যাশনে অটোবোরাক চালক হত্যা: এক আসামি আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারি ০৭, ২০২৬

চরফ্যাশনে অটোবোরাক চালক হত্যা: এক আসামি আটক

চরফ্যাশনে অটোবোরাক চালক হত্যা: এক আসামি আটক
চরফ্যাশনে অটোবোরাক চালক হত্যা: এক আসামি আটক

 


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন পানির কল এলাকার অটোবোরাক চালক আবুবক্কর বলিকে নৃশংসভাবে হত্যা ও অটোবোরাক ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।


সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি) ভোলার লালমোহন উপজেলার কচুয়াখালী গ্রামে চরফ্যাশনের অটোবোরাক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত এক ঘাতককে পুলিশ আটক করে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিটি একটি পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়েছে।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তি চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তবে তার শ্বশুরবাড়ি লালমোহন উপজেলার পার্শ্ববর্তী গজারিয়া খালগোড়া এলাকায় অবস্থিত।


উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন পানির কল এলাকার বাসিন্দা আবুবক্কর বলিকে গজারিয়া ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকায় নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয় এবং তার অটোবোরাক ছিনতাই করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে এলাকাবাসী ও অটোবোরাক সমিতির সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।


পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ঘাতককে আটক করতে সক্ষম হয় পুলিশ। লালমোহন থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত অন্যদের নাম বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে।




Post Top Ad

Responsive Ads Here