![]() |
| ঝিনাইদহে সন্ত্রাসীর বাড়িতে র্যাব অভিযান, অস্ত্র ও মাদকসহ নারী আটক |
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চরমপন্থি নেতা হানেফ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত সন্ত্রাসী হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব-৬। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে র্যাব-৬-এর একটি দল হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামে হোসেন আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় হোসেন আলী বাড়িতে না থাকলেও তার প্রথম স্ত্রী তাছলিমা আক্তারকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি হোসেন আলীর বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার তাছলিমা আক্তার হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে হোসেন আলীর স্ত্রী।
অভিযানে দুই কেজি গাঁজা এবং আটটি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, র্যাবের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন আলী চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত। সন্ত্রাসী হানেফ আলী নিহত হওয়ার পর তার বাহিনীর নিয়ন্ত্রণ নেয় হোসেন আলী। অভিযোগ রয়েছে, তার কাছে হানেফ আলীর অবৈধ অস্ত্রভান্ডার সংরক্ষিত ছিল এবং সেসব অস্ত্র ব্যবহার করে এলাকায় আন্ডারওয়ার্ল্ড কার্যক্রম পরিচালনা করছিল।
এছাড়াও হোসেন আলীর বিরুদ্ধে ভুয়া ও জাল ব্যান্ডরোলযুক্ত ‘দেশি’ নামের সিগারেট অবৈধভাবে বাজারজাত করার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এই অবৈধ কর্মকাণ্ডে তার সহযোগী হিসেবে দিগনগর গ্রামের জিয়া ও পিটার জড়িত রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

