আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘনায় মোটরসাইকেল আরোহী স্ত্রী মর্জিনা বেগম (২৭) নিহত হয়েছেন। এসময় আহত হয়ে পা হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্বামী আব্দুল আওয়াল (৩২)। শুক্রবার সকালে বনপাড়া - হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় ট্রাক-মোটরসাইকেলে এ দুর্ঘটনা ঘটে। উভয়ের বাড়ী নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শামসুন নূর জানান, শুক্রবার সকাল ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুর মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা শুক্রবার রাত ১২টার দিকে মারা যায়। অপরদিকে আব্দুল আওয়ালের বাঁম পা কেটে ফেলা হয়েছে। এঘটনায় শনিবার সকালে অজ্ঞাতনামা আসামীর নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুল আওয়াল এবং মর্জিনা বেগম ঢাকাতে বসবাস করতেন। তাদের ২টি ছেলে সন্তান রয়েছে । মঙ্গলবার তারা পারিবারিক কাজে নাটোরের বাড়িতে এসেছিল। শুক্রবার সকালে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে এ দুঘটনা ঘটে।

