জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে প্রাণ হারালো আরিফ (১৫) ও সজিব (১৪) নামে দুই বন্ধুর।
শনিবার (২১ জুলাই) সকালে উপজেলার আমতলী বাজার এলাকার কাছে এ দুর্ঘটনায় ঘটে।
নিহত আরিফ আশ্রা গ্রামের মজিবর রহমানের ছেলে। সে আশ্রা মাদরাসার অষ্টম শ্রেণিতে পড়তো। সজীব একই গ্রামের সরুজ মিয়ার ছেলে। সে ধলপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী বাজার থেকে সকালে মোটরসাইকেল যোগে দুই বন্ধু মধুপুর সদরের দিকে আসছিলো। বাইদ এলাকা পৌঁছালে সেখানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি আকাশমনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। সজীবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সেও মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

