টাঙ্গাইলের ঘাটাইলে আইনজীবীকে কুপিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ২১, ২০১৮

টাঙ্গাইলের ঘাটাইলে আইনজীবীকে কুপিয়ে হত্যা

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘীতে এক আইনজীবীকে নিজ বাড়ীতে কুপিয়ে হত্যা করেছে তার চাচাত ভাই শফিকুল ইসলাম শফিক (৩৫)। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানায়, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সদস্য ফরহাদ আলী ছুটির দিন থাকায় নিজ বাড়ীতে অবস্থান করছিল। বেলা সাড়ে ৩ টার দিকে বসত ঘরে খাবার সময় তার চাচাত ভাই শফিকুল ইসলাম শফিক হঠাৎই চাপাতি দিয়ে তার ঘাড়ে এলোপাথারী কোপাতে থাকে। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকারী নিজেই স্থানীয় সাগরদিঘী পুলিশ তদন্তকেন্দ্রে গিয়ে আতœসমর্পন করে।
এ বিষয়ে সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত আলী সিকদার জানান, হত্যাকারী শফিক মাদকাসক্ত। সে ফরহাদের পরিবারেই লালিত পালিত হত। তাদের মধ্যে কোন পারিবারিক শত্রæতা আছে কিনা তা আমার জানা নেই।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম জানান, এলোপাথারী কোপানোর কারণে স্থানীয়রা তাকে সখিপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরন পূর্বক আটক শফিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Post Top Ad

Responsive Ads Here