এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশের ন্যায় নীলফামারী জলঢাকায় একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপণ উপজেলা পর্যায়ে কর্মসূচী পালন করা হয়।বুধবার সকালে পৌরসভার দুন্দিবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি আম গাছের চারা রোপন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সহকারী কমিশনার(ভূমি)জহির ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার রায়,সহকারী শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী,উপজেলা বন কর্মকর্তা এ,কে,এম রেজাউল ইসলাম,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইফুর রহমান পিকু, উপজেলায় কর্মরত সকল সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার রায়সহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

