জলঢাকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২০, ২০১৮

জলঢাকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকায় উপেজলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালা খেলা অনুষ্ঠিত হয়। জলঢাকা স্টেডিয়ামে মাঠে রোববার বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নীলফামারী-৩ অধ্যাপক গোলাম মোস্তফা,উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, সহকারী শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী, আ.ব.ম মোক্তাদির বিল্লা, হারুনার রশিদ, কৃষ্ণা কাবেরী, আওয়ামীলীগ নেতা একে আজাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফজালুর আরিফ, শিক্ষক শরিফুল ইসলাম ডাবলু, শিক্ষিকা রেহেনা পারভীন, রফিকুল ইসলাম সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।টুর্নামেন্টটিতে অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে ২৪ টি দল। ফাইনালে টেংগনমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল কালকেউট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১-০ গোলে এবং শালনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বালিকা দল পাঠানপাড়া সিপাহীর ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দলকে ৩-০ গোলে পরাজিত করে।

Post Top Ad

Responsive Ads Here