টাঙ্গাইলে পুলিশি বাধাঁর মুখেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ২০, ২০১৮

টাঙ্গাইলে পুলিশি বাধাঁর মুখেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু’চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ১১টায় ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাধা প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধাঁ উপেক্ষা করে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। 

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াইল হক শাহীন, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম, খন্দকার আনিছুর রহমান আনিছ, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ন-আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এছাড়াও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ সাফি মোহাম্মদ ইথেন, ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক সাজ্জাদ কবির সুমনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

Post Top Ad

Responsive Ads Here