মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প. স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় ২য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয় ব্যাচের ডায়াবেটিস, হাইপার টেনশন, হার্ট এ্যাটাক, স্টোক, কান্সার ও অন্যান্য অসংক্রামক ব্যাধী প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ আহাম্মদ বিজনের সভাপতিত্বে প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন জাইকা’র ইউডিও নুরুল ইসলাম, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস ও ডাঃ ফয়সাল কবীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুব উল আলম, কুতবুপুর ইউপি চেয়ারম্যান সহিদুল আলম,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমূখ ।
