মেহেরপুরের গাংনীতে বিচারের জন্য ঘুরতে ঘুরতে মা হয়েছে এক ধর্ষিতা বাবার স্বীকৃতির জন্য এখন আদালতে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৪, ২০১৮

মেহেরপুরের গাংনীতে বিচারের জন্য ঘুরতে ঘুরতে মা হয়েছে এক ধর্ষিতা বাবার স্বীকৃতির জন্য এখন আদালতে

মেহের আমজাদ,মেহেরপুর 
বিচারের জন্য ঘুরতে ঘুরতে অবশেষে এক ধর্ষিতা মা হয়েছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার ব্রজপুর গ্রামের এক প্রতিবন্ধী। কিন্তু এখন বাবার স্বীকৃতির জন্য ঘুরছেন আদালতে। গেল ১৭ জুলাই ঐ প্রতিবন্ধী ভর্তি হন মেহেরপুর জেনারেল হাসপাতালে। জন্ম দেন এক ফুটফুটে পূত্র সন্তানের। মা ও বাচ্চা সুস্থ্য থাকলেও এখন বাধ সেজেছে বাবার পরিচয়।
ধর্ষিতা প্রতিবন্ধী মেয়েটির মা মিনু খাতুন জানান, ৯ মাস আগে তিনি কাজের সন্ধানে ঢাকায় যান। সেখানে বেশ কয়েক মাস অবস্থান করেন। একমাত্র প্রতিবন্ধী মেয়েকে রেখে যান গ্রামের বাড়িতে। এই সুযোগে ঐ গ্রামের নাসির উদ্দীনের জামাই আনারুল তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেন। পরে পুলিশের হাতে গ্রেফতার হয় আনারুল। বর্তমানে ঐ সন্তান নিয়ে বিপাকে পড়েছেন তারা। কি করবেন কিছুই বুঝতে পারছেননা।
মেহেরপুর জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ বিপুল কুমার বিশ্বাস জানান, গত ১৭ জুলাই মাহাতাব আলীর মেয়ে ফুরকাতন বিকাল ৩ টার দিকে প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়। সে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। বর্তমানে মা ও ছেলে দুজনই সুস্থ্য আছে। 
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে গাংনী থানায় একটি মামলা রয়েছে। আসামী জামিনে আছে। তবে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখন বাচ্চা এবং আসামীর ডি.এন.এ টেস্ট করে দ্রæত আদালতে দাখিল করা হবে।

Post Top Ad

Responsive Ads Here