মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন তৃণমুল রাজনীতি এবং সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু একাডেমী’র সম্মাননা পেয়েছেন ।
রবিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু একাডেমীর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে বঙ্গবন্ধুর বক্তব্য প্রতিকৃতির’ স্মারক তুলে দেন।
বঙ্গবন্ধু একাডেমীর প্রতিষ্ঠাতা মহাসচিব হুমাযুন কবির মিজির সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলির সদস্য এ্যাড. ইউসুফ হুমায়ন হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহ-সভাপতি এ্যাড. আব্দুল বাসেত মজুমদার।
উল্লেখ্য, মাহফুজুর রহমান রিটন গত বছরের ৮মে পৌরসভার নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা যুবলীগের আহবায়ক হিসেবে জেলা যুবলীগের রাজনীতিকে সুসংগঠিত করার ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালন করে আসছেন। এছাড়া সামাজিক কার্যক্রমের মাধ্যমে মেহেরপুর পৌরবাসীসহ এলাকার মানুষের কাছে গ্রহন যোগ্যতা ও সমাজসেবক হিসেবেও পরিচিতি লাভ করেছেন।

