মেহের আমজাদ,মেহেরপুর
র্যালি,আলোচনা সভা এবং পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, ডাঃ অলোক কুমার দাস প্রমূখ। পরে সরকারি কাজে বিশেষ অবদান রাখার ৬জন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে এ দিন সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ খায়রুল হাসানের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, এনডিসি রকিবুল হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম সহ অন্যান্য সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন র্যালিতে অংশগ্রহন করেন।

