রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা এলাকায় বিএনপি দলীয় মেয়র প্রার্থী
বুলবুলের গণসংযোগস্থলে ককটেল হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব, পুলিশ ও পিবিআই’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। ঘটনার
পর মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে ঘটনাস্থলে
অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পরিদর্শনে আসা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ
কমিশনার আমির জাফর বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে
তা জানা যায়নি। তবে খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।রাজশাহীতে ককটেল হামলাই বাংলাভিশনের রিপোটার আদিত্য আহত।
এদিকে গণসংযোগে ককটেল হামলায় সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার
করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাংলাভিশনের রাজশাহীর স্টাফ
রিপোর্টার ও দৈনিক নতুন প্রভাতের প্রধান প্রতিবেদক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে
নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির মেয়র প্রার্থী বুলবুলের
পক্ষে বিএনপি নেতারা সাগরপাড়া বটতলার মোড়ে গণসংযোগ করছিলেন। এ সময় মুখে কাপড় বেঁধে
কয়েকজন গণসংযোগস্থলে এসে পর পর তিনি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এতে সাংবাদিক
আদিত্যসহ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।