দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা আবুল কাশেমের ইন্তেকাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ১৮, ২০১৮

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা আবুল কাশেমের ইন্তেকাল

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র সাবেক সহ সভাপতি আবুল কাশেম আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...............রাজিউন)। তার নামাজের জানাজা মগবাজার রমনা থানা মসজিদে বাদ আছর অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।
তিনি প্রায় এক বছর যাবৎ লিভারে টিউমার সংক্রান্ত রোগে ভুগছিলেন। কাশেম তার জীবনের দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ব্যবসায়ী স¤প্রদায়ের জন্য কাজ করেছেন। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তার ভূমিকা উল্লেখযোগ্য। তিনি সার্ক চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। চেম্বার্স প্রেসিডেন্স কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন। টাঙ্গাইল বণিক সমিতি থেকে তিনি ব্যবসায়ী রাজনীতিতে অবদান রাখতে শুরু করেন। টাঙ্গাইল চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রায় বাইশ বছর ওই চেম্বারের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। 

Post Top Ad

Responsive Ads Here