চরভদ্রাসনে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে নির্যাতন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৩, ২০১৮

চরভদ্রাসনে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে নির্যাতন !

চরভদ্রাসন প্রতিনিধি-
ফরিদপুর চরভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নের চরশালেপুর গ্রামের শেখ হাসেমের ছেলে শেখ রহম আলী পরকীয়ায় বাধা দেয়া স্ত্রী শেফালী আক্তারের ওপর বর্বর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার নির্যাতিত গৃহবধূর চিৎকারে পথচারী একই গ্রামের মনসুর খালাসীর ছেলে ইদ্রিস খালাসী রুদ্ধ ঘরের জানালা ভেঙে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে নির্যাতিত গৃহবধূর পিতা নৈমদ্দিন মোল্যা মেয়েকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। রোববার দুপুরে উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। রোববার হাসপাতাল বেডে বসে আহত গৃহবধূর স্বামী রহম আলীকে মুঠোফোনে স্ত্রী নির্যাতনের ব্যাপারে জিজ্ঞেস করল সে এ প্রতিবেদককে জানায়, ‘আমার স্ত্রী অপরাধ করেছে তাই আমি পিটিয়েছি। কী অপরাধ করেছে জানতে চাইলে সে জানায়, আপনি পদ্মার চরে এলাকায় আসেন তারপর বলব কী অপরাধ করেছে।’
আহত গৃহবধূ জানায়, ৩ ছেলে ও ২ মেয়েসহ ৫ সন্তান নিয়ে তার পরিবার। এক মাস ধরে তার স্বামী পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। এতে বাধা দেয়ায় এক মাস ধরে মাঝেমধ্যেই গৃহবধূকে তার স্বামী মারধর করে চলছিল। আগের দিন পরিবারের ছেলেমেয়েরা তার নানার বাড়িতে গেলে পরে স্ত্রীকে একা পেয়ে মেরে ফেলার হীনউদ্দেশ্যে স্বামী তাকে নির্যাতন করে।

Post Top Ad

Responsive Ads Here