মির্জাপুরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৪, ২০১৮

মির্জাপুরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা” এই মূল স্লোগানকে সামনে রেখে বর্নাঢ্য র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনাসভার মধ্য দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিকে উপক্ষো করে টাঙ্গাইলের মির্জাপুরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে।
মেলার প্রথম দিনে উপজেলা চত্বরের মুক্তির মঞ্চের সামনে থেকে সকাল ১১ঘটিকার সময় এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্বরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস সংলগ্ন মেলা স্থলে গিয়ে সমাপ্তি ঘটে।
র‌্যালীটি শেষে ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
বেলা ১১.৩০মিনিটের দিকে শুরু হয় আলোচনাসভা। আলোচনাসভার শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত ও হিন্দুধর্মাবলম্বীদের গীতা থেকে পাঠ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানা ইন্সপেক্টর তদন্ত শ্যামল কুমার দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বিশ^াস দূর্লভ চন্দ্র, মহেড়া ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।
এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পৌর ও বিভিন্ন ইউনিয়নের কৃষকসহ সাধারণ জনগণ অংশ নেয়।
মঙ্গলবার থেকে শুরু হওয়া ফলদ বৃক্ষ মেলাটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এবং প্রতিদিন বিকালে বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক, নাটক ইত্যাদি অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ। মেলাটির আয়োজন করেছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মির্জাপুর এবং সহযোগিতা করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন মির্জাপুর টাঙ্গাইল।

Post Top Ad

Responsive Ads Here