রাঙামাটির বনরূপায় ২টি বসতবাড়ি ও ৫টি দোকান পুড়ে ছাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৪, ২০১৮

রাঙামাটির বনরূপায় ২টি বসতবাড়ি ও ৫টি দোকান পুড়ে ছাই

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির ব্যবসায়ীদের কেন্দ্রবিন্দু বনরূপা বাজারের বিআর অ্যান্ড সন্স মার্কেটে আগুন লেগে দুটি বসতবাড়ি ও পাঁচটি দোকান পুড়ে গেছে। 

সোমবার মধ্যরাতে বিআর অ্যান্ড সন্স মার্কেটের পেছনের হোটেল থেকে এই অগ্নিকান্ড ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে মার্কেটের পেছন থেকে ধোয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিআর অ্যান্ড সন্স মার্কেটের মালিক প্রদীপ বলেন, মার্কেটের তিনতলায় আমার দুই ভাইয়ের বাসা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।
রাঙামাটির ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দিদারুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্কেটের পেছনে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত। আগুনে দুটি বাসা ও পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

Post Top Ad

Responsive Ads Here