মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপরে প্রথম বিভাগ ফুটল টুর্নামেন্টের ২য় দিনে গতকাল শনিবারের খেলায় ড্র হয়েছে। মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত রায়পুর জাগরণী ক্লাব ও গোভীপুর ভৈরব ক্লাবের মধ্যকার খেলাটি গোল শূণ্য ড্র হয়। উভয় দলই গোলের একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ফলে দু’দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। খেলাটি পরিচালনা করেন একে আজাদ টিটো। তাকে সহযোগীতা করেন ফারাহ হোসেন লিটন ও আলমগীর হোসেন লাল্টু।
