ধনবাড়ীতে মামলার বাদীকে হত্যার চেষ্টা : আহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২২, ২০১৮

ধনবাড়ীতে মামলার বাদীকে হত্যার চেষ্টা : আহত ৩

টাঙ্গাইল  জেলা প্রতিনিধি-
টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি বেদখল করে ক্ষান্ত না হয়ে মামলা তুলার হুমকি দিয়ে র্ব্যথ হয়ে বাদী ও তার পরিবারের লোক জনের উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। আহতরা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি রয়েছে মামলার বাদীর স্বামী মোকাদ্দেস আলী (৭০) মুত্যুর সাথে পাηালড়ছে।
২১ জুলাই(শনিবার) মামলার বাদী ও তার স¦ামী মোকাদ্দেস আলী (৭০) , মেয়ে কে তাদের নিজস্ব জমিতে ধানের চারা রোপন করার সময় বিবাদী আমিনুল ইসলাম (২৬) আশারাফ (২৪) আমিনুল (২২) গংরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে  বেধড়ক মারপিট করে। মোকাদ্দেস আলীর বাম হাত ভেঙ্গে ফেলে ও তার মেয়ে কে বেদম প্রহার করে হত্যার চেষ্টা করে। মোকাদ্দেস আলীর ডাক চিৎকারে আশপাশের লোক জন এসে এসময় মোকাদ্দেস আলীর স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
ঘটনার বিবারণে ও টাঙ্গাইল কোর্ট আদালতে গত ৮জুলাই ২০১৮ ইং মামলা নং সি আর ১০৯ নং মামলার সূত্রে জানা য়ায়-ধনবাড়ী উপজেলার সমতকুড় গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মোকাদ্দেস আলীর সাথে দীর্ঘ দিন যাবত তার ভাই সোহরাব ও তার ৩ ছেলে আমিনুল ইসলাম (২৬) আশারাফ (২৪) আমিনুল (২২), আ: হাকিম পিতামৃত কিতাব আলী (৩৪), রুবেল মিয়া পিতা সিরাজ আলী গং সহ আরও ১০/১২ জন মিলে মামলার বাদীর জমি বেদল ও বাদীর উপর হামলা করে বাদী সুফিয়া কে বেধম প্রহৃত করা সহ ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় বলে জানা য়ায়। 
এমন সময় বাদীনির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত বাদীনিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অবনতি হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উন্নতি হলে হাসাপাতালে থেকে এসে টাঙ্গাইল কোর্টে মামলা দায়ের করেন। 
আহতের স্বজরা জানায়, আমরা এঘটনার প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।
উক্ত মামলাটি ধনবাড়ী থানায় তদন্ত করার জন্য টাঙ্গাইল আদালত থেকে পাঠায় । বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ধনবাড়ী থানার এসআই আকিদুল ইসলাম জানান।

Post Top Ad

Responsive Ads Here