নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২২, ২০১৮

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলার সীমান্ত এলাকা দাঁইরপাড়ায় যাত্রীবাহী বাস ও বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান দাইরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ট্রাক চালক মফিজুল ইসলাম (২৮) ও একই উপজেলার চৌগ্রামের আকবর আলীর ছেলে ট্রাকের হেলপার মোহাম্মদ আমীন (২০)।
বনপাড়া হাইওয়ে থানার এসআই ননী গোপাল জানান, রাজশাহী থেকে রাজবাড়ীগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে পাকশী থেকে নাটোরগামী বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।  খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও নাটোরের ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের কমপক্ষে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বনপাড়া ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here