মেহের আমজাদ,মেহেরপুর
“স্বয়ং সম্পূর্ন মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে মেহেরপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা মৎস্য বিভাগ। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া। উপস্থিত ছিলেন জেলা মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক ডঃ আসাদুজ্জামান মানিক, সিনিয়র মৎস কর্মকর্তা মীর জাকির হোসেন। সংবাদ সম্মেনে জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া জেলার মাছের উৎপাদন, উৎস ও চাহিদা তুলে ধরেন বক্তব্য রাখেন। এছাড়াও মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর ঘোষনা দেন তিনি।

