মেহের আমজাদ,মেহেরপুর
মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্মরণে সারাদেশে ন্যায় মেহেরপুরে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে প্রধানমন্ত্রীর পাওয়া ম্যাসেজের পর সারা দেশে একযোগে এ বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃক্ষরোপনের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পুলিশ সুপার আনিছুর রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনী কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুর জেলাসহ সারা দেশে একযোগে ৩০ লক্ষ গাছের চারা রোপণ করা হবে।

