রেল দূর্ঘটনা রোধে সিংড়ার যুবক মিঠুনের রেল সিগন্যাল আবিস্কার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ১৮, ২০১৮

রেল দূর্ঘটনা রোধে সিংড়ার যুবক মিঠুনের রেল সিগন্যাল আবিস্কার

নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া পৌর শহরের গোডাউন পাড়া মহল্লার যুবক মনোয়ার হোসেন মিঠুন। তাঁর আবিস্কৃত রেল দূর্ঘটনা রোধে রেল সিগনাল প্রতিটা জংশনে ব্যবহার করলে রেলের যেকোন স্লিপার কিংবা পাটাতন বিচ্ছিন্ন থাকলে সিগন্যাল দিবে। মিঠুন বলেন, রেলে ভ্রমনকালীন বারবার মনে হয়েছে যদি দূর্ঘটনা ঘটে প্রানহানি ঘটে এ থেকে উত্তরণ করা দরকার, দীর্ঘদিন থেকে এ বিষয়ে রিসার্চ করে প্রযুক্তি ব্যবহার করতে থাকি। এক সময় এটার বাস্তবতা ফিরে পায়।
তিনি আরো জানান, সরকারীভাবে আমাকে পরীক্ষামূলক সুযোগ দিলে শতভাগ বাস্তবে রুপ দেয়া সম্ভব।

Post Top Ad

Responsive Ads Here