নাটোর প্রতিনিধি
ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার নামে সারা দেশে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে নাটোরে রোপন করা হবে ৫৯ হাজার বৃক্ষ। বুধবার সকালে সিংড়া উপজেলার চৌগ্রাম প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৫৯ হাজার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, সিংড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

