মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৮এর উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ২১, ২০১৮

মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৮এর উদ্বোধন

মেহেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে সাইফ পাওয়ারটেকের পৃষ্ট পোষকতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৮এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন ঘোষনা করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। পরে প্রধান অতিথি সহ অন্য অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিতি হন। এসময় অন্যদের মধ্যে ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, এহসানুল কবীর আরিফ, ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, ফুটবল এ্যাসোসিয়েশনের সদস্য আতর আলী, হাসানুজ্জামান হিলন প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মেহেরপুর এফসিবি ৪-১ গোলে গাংনী ফুটবল একাডেমীকে পরাজিত করে। খেলায় প্রথমার্ধে সুজনের দেওয়া গোলে গাংনী এগিয়ে গেলেও পরে এফসিবি’র মোহন গোল করে খেলায় সমতা ফিরে আনেন। বিরতির আগে সোহাগ গোল করে এফসিবি’র ব্যবধান বাড়িয়ে ২-১ এ নিয়ে যান। বিরতির পর এফসিবি’র পক্ষে রাসেল এবং সোহাগ ১টি করে গোল করে শেষ পর্যন্ত ৪-১ গোলে জয়লাভ করে মাঠ ছাড়নে। খেলাটি পরিচালনা করেন একে আজাদ টিটু। তাকে সহযোগীতা করেন আলমগীর হোসেন লাল্টু এবং ফারহা হোসেন লিটন। 

Post Top Ad

Responsive Ads Here