নাটোরের বড়াইগ্রামের খোকসা নাগর নদী ও প্রতাপপুর দারিকুশি ডাঙ্গা মৎস্য অভয়াশ্রমে ২০০ কেজি মাছের পোনা ছাড়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হস্তে এই মাছের পোনা অবমুক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প মৎস্য অভয়াশ্রমে দেশী মাছ প্রজনন ও মা মাছ সংরক্ষণের লক্ষ্যে উপজেলা পরিষদের প্রকল্প উন্নয়ন ২০১৭-১৮ এর আওতায় এ কর্মসূচী বাস্তবায়িত হয়।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক ও আবুল কালাম জোয়ার্দ্দার, উপজেলা মৎস্য অধিদপ্তর ক্ষেত্র সহকারী ফেরদৌস ওয়াহিদ, বনপাড়া পৌরসভার সাবেক প্যানেল প্রশাসক আব্দুস সোবাহান প্রামানিক, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, খোকসা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি হাবিল মজুমদার, চন্ডিপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ান প্রমূখ। এর আগে প্রধান অতিথি নগর ইউনিয়নের ক্ষ্রিদ্রি আটাই মৎস্য অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করেন।

