বড়াইগ্রামে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ১৮, ২০১৮

বড়াইগ্রামে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে দপ্তর কর্মকর্তার কক্ষে এই সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, ‘স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে  ১৮ থেকে ২৪ জুলাই সারাদেশের ন্যায় বড়াইগ্রাম উপজেলাতেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। তিনি আরও জানায়, এই উপজেলায় বাৎসরিক মোট মাছের চাহিদা ৫৫হাজার ১২ মে.টন কিন্তু উদপাদন হচ্ছে ৫৬ হাজার ৯মে.টন মাছ। উপজেলার মোট ১০৯৩ হেক্টর দীঘি ও পুকুর, ৭৯৫ হেক্টর প্লাবন ভুমি এবং ১১৯৩ সেকটর বিল ও ছড়াতে মাছ উদপাদন হয়। মাছ চাষে যথেষ্ঠ উপযোগী এই উপজেলায় মাছ চাষে বিপ্লব ঘটানো সম্ভব বলে তিনি মনে করেন। তবে এক্ষেত্রে বাজারে মৎস্য খাবারের মান ও অধিক দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় তৎপরতা দেখাতে পরামর্শ দেন। মতবিনিময়  সভায় আলোচনায় অংশ নেয় সাংবাদিক অমর ডি কস্তা, আব্দুল বারী, মু. অহিদুল হক, সাইফুর রহমান প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here