চরভদ্রাসনে পদ্মার ভাঙন অব্যাহত।shomoysangbad.com - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ০৯, ২০১৮

চরভদ্রাসনে পদ্মার ভাঙন অব্যাহত।shomoysangbad.com

shomoysangbad.com
চরভদ্র্সন প্রতিনিধি-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের পদ্মা নদীর বালিয়া ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ সড়ক এলাকায় পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পানি বৃদ্ধির সাথে বৈরী আবহাওয়া সহ উত্তাল তরঙ্গ ও খড়¯্রােতের কবলে পড়ে উক্ত গ্রামের বেড়িবাঁধ সড়ক, ফসলী জমি ও  একের পর এক বসতভিটে বিলীন হয়ে যাচ্ছে। সোমবার সকালে উক্ত গ্রামের ভাঙন কবলিত আফরোজা বেগম, আবুল কাশেম মন্ডল ও আক্কাস মন্ডলের বসতঘর ভেঙে পার্শ্ববতী বি.এস. ডাঙ্গী গ্রামে হাসপাতালের পিছনের উন্মুক্ত ফসলী মাঠের মধ্যে স্থানান্তর করা হয়েছে বলে জানা যায়। এছাড়া উপজেলা সদরে এমপি ডাঙ্গী গ্রামের মেইন সড়ক ঘেষে নির্মানাধীন পদ্মা রক্ষা বাঁধ প্রকল্প এলাকায় ভাঙন অব্যাহত থাকায় মনরদ্দিন প্রামানিকের বসতভিটে বিলীন হয়েছে বলেও জানা যায়।  
    স্থানীয় সূত্র জানায়, গত তিন দিনে উপজেলা উক্ত দুই গ্রামে পদ্মার ভাঙনে প্রায় দুইশো মিটার বেড়িবাঁধ সড়ক, তিন একর ফসলী জমি, চারটি বসতভিটে সহ শতাধিক গাছপালা নদী গর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো শিশু ও বৃদ্ধদের নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তারা ধার দেনা করে শুধু বসতঘর সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। সোমবার পদ্মার ভাঙন কবলিত অসহায় আফরোজা বেগম (৪৫) জানায়, “এই বিপদের সময় কেউ আমাদের খবর নেয় নাই এবং সরকাবি বেসরকারি কোনো সাহায্য সহযোগীতা আমরা পায় নাই”। এ ব্যপারে ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান বলেন, “ আমি অফিসিয়াল কাজে ঢাকা ছিলাম, সোমবার সকালে এলাকায় ঢুকেই ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেছি”।
ফরিদপুর পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, “ পার্শ্ববতী এমপি ডাঙ্গী গ্রামের মেইন সড়ক রক্ষায় ভাঙন প্রতিরোধক পদ্মা রক্ষা কাজ চলছে। আমরা সবাই সেখানেই আছি। উক্ত গ্রামের পূর্বদিকে অর্ধ কি.মি. দুরত্বে বালিয়া ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ সড়ক ভাঙছে। আগামী শীত মৌসুমে ওই এলাকায় পদ্মা রক্ষা কাজ হবে বলে আশ্বাস দেন তিনি”

Post Top Ad

Responsive Ads Here