জসিম উদ্দিন, বেনাপোল থেকে- যশোরের শার্শা উপজেলায় ‘শেখ হাসিনার উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি শার্শা জোনাল অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর ৮৫-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান, শার্শা জোনাল অফিসের জিএম হাওলাদার রুহুল আমিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতি শার্শা জোনাল অফিস ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

