হবিগঞ্জের বাহুবলে ছাত্র নিখোঁজ ২ দিন ধরে নিখোঁজ থানায় কোন সাধারণ ডায়েরি ও করেনি কর্তৃপক্ষ ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৬, ২০১৮

হবিগঞ্জের বাহুবলে ছাত্র নিখোঁজ ২ দিন ধরে নিখোঁজ থানায় কোন সাধারণ ডায়েরি ও করেনি কর্তৃপক্ষ !

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ হবিগঞ্জের বাহুবল উপজেলায় আবারো মাদরাসার চারছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।বৃহস্পতিবার  সাড়ে ১০টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামে আনোয়ারে মদিনা মাদরাসায় গিয়ে এ তথ্য পাওয়া যায়। এর আগে গত মঙ্গলবার বিকেল থেকে তারা মাদরাসা থেকে নিখোঁজ হয়। 

এর আগেও উপজেলার সুন্দ্রাটিকি গ্রাম থেকে মাদরাসার চারছাত্র নিখোঁজ হবার দুইদিন পর মাটাচাপা অবস্থায় লাশ পাওয়া গিয়েছিল।নিখোঁজ ছাত্ররা হল- উপজেলার চারগাও গ্রামের তোরাব আলীর ছেলে মোদারিছ আলী, মির্জাটুলা গ্রামের আজাদ আলীর ছেলে আব্দুল বাছিত সুচাত, ফদ্রখলা গ্রামের আব্দুল মতিনের ছেলে ইকবাল হোসাইন ও মাধবপুর উপজেলার মনতলা গ্রামের আব্দুল মমিনের ছেলে লুৎফুর রহমান। তারা সবাই ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।এ ব্যাপারে মাদরাসার শিক্ষক বলছেন তাদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে।

অভিভাবক আজাদ আলী জানান, গত মঙ্গলবার বিকাল থেকে তার ছেলেকে পাচ্ছেন না, হুজুরা জানালেন সে বাড়ীর কথা বলে মাদরাসা থেকে বের হয়েছিল। অনেক জায়গায় খুজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মাদরাসার মুহতামিম ও শিক্ষকরা পুলিশকে জানাতে বারণ করেছেন, বলছেন তারা ফিরে আসবে। তারা আল্লাহকে ডাকা আর ধৈর্য্য ধরার কথা বলেছেন।মাদরাসার মুহতামিম নোমান কবীর বলেন, কিছু হয়নি, এ বিষয়ে কিছু বলা যাবে না।বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) দস্তগীর আহমদ জানান, এ বিষয়ে থানা কোনো অভিযোগ নেই। তবে বিষয়টি দেখছি।

Post Top Ad

Responsive Ads Here