শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে মা সমাবেশ ও পরীক্ষার ফল প্রকাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৬, ২০১৮

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে মা সমাবেশ ও পরীক্ষার ফল প্রকাশ

মায়েদের সচেতনতাই সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার
মোঃ শাকির আহম্মেদ শ্রীমঙ্গল প্রতিনিধি: মানসম্মত ও যুগোপযুগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০১৮’র ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল দশটায় বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌর সভার প্যানেল মেয়র মীর এমএ সালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের সহকারী সাব ইন্সপেক্টর মো. নোয়াব আলী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কল্যাণ দেব জীবন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ডা. মো. একরামুল কবীর, বিশিষ্ট সমাজসেবক মাওলানা এমএ রহীম নোমানী, আনন্দ টিভির শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রতিনিধি তোফায়েল পাপ্পু প্রমুখ।
বক্তারা বলেন-সন্তানদের ভবিষ্যতের জন্য একজন মা হলেন নির্দেশক। সন্তানই হলো মায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ যারা সমাজের উঁচু পদে অবস্থান করছে সেক্ষেত্রে মায়েদের অবদান সবচেয়ে  বেশি। একজন শিক্ষিত মা পারে একজন শিক্ষিত সন্তান উপহার দিতে। ফলশ্রæতিতে একজন মা’ই ভূমিকা রাখতে পারে একটি আদর্শ জাতি গঠনে। মায়েদের সচেতনতাই সন্তনকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রিন্সপাল এহসান বিন মুজাহির বলেন-পৃথিবীর বড় শিক্ষক হলেন মা। আজকের মা সমাবেশে আপনারা যেমন আমাদের ডাকে সাড়া দিয়েছেন, ঠিক তেমনি আপনার সন্তনরা যেনো নিয়মিত স্কুলে উপস্থিত থাকে সেদিকে নজর রাখবেন। তাই হয়তো  নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন-‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো’। কাজেই সন্তানদেও সুনাগরিক গড়ে তোলার প্রাথমিক ধাপটিতে মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিুবর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, শারমিন জান্নাত, সাদিকুর রহমান, আখিনূর মল্লিকা হোসেন ও রেশমী আক্তার।
প্রসঙ্গত, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও লেখাপড়ার মানোন্নয়নের স্বার্থে এই মা সমাবেশের আয়োজন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here