এরশাদ আলম, জলঢাকা প্রতিনিধিঃ"শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ"এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় ৬ থেকে ৮ সেপ্টেম্বর জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত হয়।
বৃহস্পতিবার সকালে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড ও জলঢাকা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।উক্ত র্যালীতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।আরো উপস্থিত ছিলেন, আবাসিক প্রকৌশলী মোঃ নওশাদ আলম,পল্লী বিদ্যুৎ সহঃ জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম প্রমুখ। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সহঃ জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, বিভিন্ন স্পটে মিটার দিয়ে গ্রাহক সেবা দেওয়া হচ্ছে।

