উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৪৭ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার ৮ সেপ্টেম্বর শনিবার শহীদ শামসুুুদ্দীন স্টেডিয়ামে হয়েছে । সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। প্রধানঅতিথি হিসাবে উপস্হিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার শফীউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন,জেলাক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক এমদাদুল হক এমদাদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা। সদর উপজেলার প্রায় ৪৭ টি হাই স্কুলের শিক্ষার্থীরা ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় ফুটবলে ছেলেদের জ্ঞানদায়িনী হাইস্কুল ও মেয়েদের রহমতগঞ্জ বালিকা হাইস্কুল, হ্যান্ডবলে ছেলেদের-চরখোকসাবাড়ী হাইস্কুল ও মেয়েদের হৈমবালা বালিকা হাইস্কুল,সাঁতার হাটবয়ড়া হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। গত ৪ সেপ্টম্বর খেলার উদ্বোধন হয়েছিল।

