উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ- "সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বেলকুচি প্রসাশন ও শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব সাক্ষরতা দিবস-২০১৮ উপলক্ষে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, শিক্ষক আব্দুর রউফ কমল প্রমুখ। উক্ত র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

