মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি প্রতিনিধি:শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া শিক্ষার প্রসারকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় স্তরে সম্মেলন রাঙ্গামাটি শাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, চট্রগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার, আইসিটি ইন এডুকেশন প্রকল্পের পরিচালক প্রফেসর ড আবদুল মালেক,রাঙ্গামাটি জেলা শিক্ষা কর্মকর্তা উওম খীসা সহ শিক্ষন গন এসময় উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা, চট্টগ্রাম বিভাগের ১৩ টি জেলার ২৬৬ জন শিক্ষক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

