মেহেরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্যাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ০৭, ২০১৮

মেহেরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্যাপন

মেহের আমজাদ,মেহেরপুর -র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানি সপ্তাহ-২০১৮ পালন করা হয়েছে। জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানি সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্য্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তৌফিকুর রহমান,মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন প্রমুখ।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বিদ্যুৎ ও জ¦ালানি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সহ শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। এখন আর ঘন ঘন লোড শেডিং হয় না। তিনি বলেন আমরা এখন চাহিদা মোতাবেক বিদ্যুৎ দিতে পারছি। যে কারনে দেশে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশে এখন আর আগের মত বিদ্যুৎ এর লোড শেডিং হয়না। যে কারনে মানুষের কষ্ট অনেক কমে গেছে। তিনি বলেন আমরা চায় বিদ্যুৎ নিয়ে মানুষ যেন আর কষ্টের মধ্যে না পড়ে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জি.এম. রেজাউল করিম, এ,জি,এম কাজী আয়শা সিদ্দিকা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, ইন্সেপেক্টর ওবাইদুর রহমান প্রমুখ। পরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে সেরা গ্রাহক হিসাবে আমঝুপির বিশিষ্ট মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান,সেরা ব্যানিজিক গ্রাহক হিসাবে সনজীত কুমার সাহা, শিলা ফয়সাল হোসেনকে সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here