মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় রাজনগর ও হরিরামপুর বিজয়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ০৭, ২০১৮

মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় রাজনগর ও হরিরামপুর বিজয়ী

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফলাফল আমরা পেতে শুরু করেছি। বর্তমান সরকার ক্ষমতার আসার পর খেলাধুলার প্রতি সুনজর দেওয়ায় এখন এই ক্ষুদে খেলোয়াড়রাই পাররে আগামীর বিজয় ছিনিয়ে আনতে।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সামাজিক অবক্ষয় দুর করতে খেলাধুলার কোন বিকল্প নাই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দীন। এসময় অন্যান্যের মধ্যে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসারাফুদৌলা, শামীম সুলতান, এস.এস জয়নুল আবেদীন, শফিকুর রহমান, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, নুরুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, আবু লায়েছ লাবলু, শিক্ষক নেতা কোমর উদ্দীন, ইকবাল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন সেখানে উপস্থিত ছিলেন। এ দিন বিকালে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে দফরপুর প্রাথমিক বিদ্যালয় কে প্লানটিতে হারিয়ে হরিরামপুর প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে এবং বঙ্গমাতা গোল্ডকাপে রামদাসপুর প্রাথমিক বিদ্যালয়কে প্লানটিতে হারিয়ে রাজনগর প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে ।


Post Top Ad

Responsive Ads Here