কুড়িগ্রামের রৌমারীতে ৫৪ বোতল ভারতীয় মদসহ আটক দুই জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ০৭, ২০১৮

কুড়িগ্রামের রৌমারীতে ৫৪ বোতল ভারতীয় মদসহ আটক দুই জন

রফিকুল ইসলাম, রাজিবপুর, রৌমারী, কুড়িগ্রামকুড়িগ্রামের রৌমারী থানার যাদুরচর ইউনিয়নের আগলারচর গ্রামের মাদক ব্যবসায়ী আমির হোসেন এর বসতবাড়ি থেকে গতকাল (০৬/০৯/১৮) বৃহষ্পতিবার রাত আনুমানিক ৯ টায় ৫৪ (চূয়ান্ন) বোতল বিদেশী মদ অফিসার চয়েজসহ দুইজনকে আটক করেছেন রৌমারী থানা পুলিশ।

আটককৃত (১) রাশেদা বেগম (২৪) স্বামী আমির হোসেন এবং (২) হানিফ (২৬) পিতা-মনজিল হোসেন সাং-আগলারচর থানা-রৌমারী জেলা-কুড়িগ্রাম।জানাগেছে তারা লোক চুক্ষর আড়ালে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার মাদক ব্যবসা করে আসছিল।গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে ৫৪ বোতল অফিসার চয়েজ উদ্ধার করেন এবং ঐ দুই ব্যবসায়ীকে আটক করেন। এ সময় অভিযানের তৎপরতা টের পেয়ে বাড়ীর মালিক আমির হোসেন পালাইয়া যায়।উদ্ধারকৃত মাদক (বিদেশী মদ) বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে রৌমারী থানায় মামলা প্রস্তুত করেন। মামলা নং-৫, তাং-০৬/০৯/২০১৮ইং। 

Post Top Ad

Responsive Ads Here