সুর্বণা নদী’র খুনীদের বিচারের দাবিতে ৩ দিন কলম বিরতি রাখার হুমকি চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৮

সুর্বণা নদী’র খুনীদের বিচারের দাবিতে ৩ দিন কলম বিরতি রাখার হুমকি চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে আনন্দ টিভি‘র পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী’র খুনীদের বিচারের দাবিতে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় চট্টগ্রামে কর্মরত গণমাধ্যম কর্মীদের এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন-সময়ের সাহসী সন্তান নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে পরিকল্পিতভাবে বাসার সামনেই কোপানো হয়। ঘটনার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। গত ২৮ আগস্ট সংঘঠিত ঘটনায় মামলার আসামী নদীর সাবেক শ্বশুর গ্রেফতার হলেও অজানা কারণে সাবেক স্বামী রাজীব হোসেন আজও গ্রেফতার হয়নি। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি সাবেক স্বামী রাজীব হোসেনকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর চট্টগ্রামের সাংবাদিক সমাজ ৩দিন কলম বিরতি পালনে বাধ্য হবেন বলে হুমকি দেন বক্তারা।  
চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় চত্বরে ৬ সেপ্টেম্বর ২০১৮,  বৃহস্পতিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সাবেক এডিশনাল এস.পি ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের একমাত্র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী।
সংগঠনের সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ ফিরোজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন-ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক গিরিদর্পণের ভ্রাম্যমাণ প্রতিনিধি সি আর বিধান বড়ুয়া, সংগঠনের সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, মহিউদ্দিন ওসমানী, বৃহত্তর চট্টগ্রামের ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. জামাল উদ্দিন, অনলাইন প্রেস ক্লাবের উপ-দপ্তর সম্পাদক আবু ছালেহ, অনলাইন বি কে টিভি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা তালুকদার, বিজয়’৭১ এর সাধারণ সম্পাদক ডা. আর.কে রুবেল, একাত্তর বাংলাদেশ সম্পাদক শেখ সেলিম, আনন্দ টিভি’র প্রতিনিধি জাকির হোসেন, অনলাইন প্রেস ক্লাবের সদস্য তরুণ বিশ্বাস অরুন, শিপক কুমার নন্দী, সালমান বিন ফারুক, ওয়াহেদ হাসান ও  সীতাকুন্ড ছাত্রলীগ নেতা নাহিদুল আলম রুমি ।

Post Top Ad

Responsive Ads Here