বিজয়'৭১ এর উদ্যোগে একাত্তর জননী রমা চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৮

বিজয়'৭১ এর উদ্যোগে একাত্তর জননী রমা চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: একাত্তরের জননী সাহসিকা রমা চৌধুরী মুক্তিযুদ্ধ প্রেমীদের চেতনার আলোক বর্তিকাপৃথিবীতে যারা মৃত্যুকে বরণ করে জন্ম নেয় এবং কর্মে কীর্তি সাহসিকতায় জীবন ধারণ করে তারা কখনো মরে না। তাদের কোন মৃত্যু নেই। মৃত্যুতে নিঃশ্বেষ নয় তারা কালজয়ী। জীবন যুদ্ধে যারা জয়ী তারা কখনো হারিয়ে যাওয়ার নয়। তারা চেতনায় প্রজন্মের কাছে প্রেরণার আধার হয়ে জেগে থাকে। নতুন প্রজন্মের কাছে ফিরে আলোক বর্তিকা হয়ে। তাই একাত্তরের জননী সাহসিকা রমা চৌধুরী আজ প্রজন্মের কাছে এবং মুক্তিযুদ্ধ প্রেমীদের চেতনার আলোকবর্তিকা। বিজয়'৭১ সংগঠন কর্তৃক আয়োজিত সদ্যপ্রয়াত রমা চৌধুরীর শোক সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

চট্টগ্রামের সৃজনশীল সামাজিক সংগঠন বিজয় '৭১ এর উদ্যোগে ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটায় নগরীর নগরভবনস্থ কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নিলু কান্তি দাশের সভাপতিত্বে ও সংগঠনের মহিলা সম্পাদিকা সৈয়দা শাহানারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শোকসভায় একাত্তর জননী রমা চৌধুরী স্মৃতিচারণে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিরণ শর্মা,ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা গোপাল দাস টিপু, যুগান্তর স্বজন সমাবেশ চট্টগ্রাম জেলার সভাপতি লায়ন সাইফুল ইসলাম মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অমর দত্ত, অধ্যক্ষ রতন দাস গুপ্ত, বিপ্লব দাসগুপ্ত,সজল দাস, সোমিয়া সালাম, দৈনিক পূর্বতারা পত্রিকার ব্যুরো চিফ প্রশান্ত বড়ুয়া, রোজী চৌধুরী, মিলন দেবনাথ, মোহাম্মদ ইয়াকুব, রিঙ্কু ভট্টাচার্য, ইফতেখার উদ্দিন জাবেদ,নোমান উল্লাহ বাহার, ডাক্তার এনায়েত উল্লাহ, বোরহান উদ্দিন গিফারী,কবি আসিফ ইকবাল, সাজিদ বড়ুয়া সাজু, হারুন উর রশিদ, মিলন বারিকদার, রোজী চৌধুরী, ডাক্তার এস কে পাল সুজন, রাজীব চক্রবর্তী, জনি বড়ুয়া, ইমরান সোহেল, আব্দুল মতিন, কাজী মেহেদী কবির, সমিরন পাল,আরিফ বিল্লাহ, কাঞ্চন মহাজন, সুমন চক্রবর্তী, লুসি আক্তার, পল্লব রায় বাবু। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন ডাক্তার আর কে রুবেল।
শোকসভায় বক্তারা বলেন, রমা চৌধুরীরা বার বার জন্মগ্রহণ করে না। জাতির প্রয়োজনে ও কানের তাগিদেই রমা চৌধুরীরা জন্ম নেয়। রমা চৌধুরীরা মুক্তিযুদ্ধের প্রেরণার বাতিঘর হয়ে প্রজন্মকে পথ দেখায়। বক্তারা আরো বলেন, বাংলাদেশ বাঙালী ও বাঙলা যতদিন থাকবে রমা চৌধুরীরা ততদিন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চেতনার বাতিঘর হয়ে প্রেরণা দেবে। উক্ত শোক সভায় শোক বার্তা পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়কারী সজল চৌধুরী।

Post Top Ad

Responsive Ads Here