চরভদ্রাসন প্রতিনিধি-“সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে ৬০টি আনন্দ স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীরা জড়ো হয়। পরে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদর বাজার, হাসপাতাল রোড ও আদর্শ স্কুল রোড প্রদক্ষিন করেন।
র্যালি শেষে উপজেলা সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা আনন্দ স্কুল কো-অর্ডিনেটর শাহীনুজ্জামান ও শিক্ষিকা শামিমা ইয়াছমিন প্রমূখ।

