ফরিদপুর দুইদিন ব্যাপী প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট প্রশিক্ষন কোর্সের উদ্বোধন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০৯, ২০১৮

ফরিদপুর দুইদিন ব্যাপী প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট প্রশিক্ষন কোর্সের উদ্বোধন !

ফরিদপুর প্রতিনিধিঃএ র্কোডিনেটিং বডি অফ ডেভেলপমেন্ট এজেন্সীস ইন বাংলাদেশ (এডাব) এর উদ্যোগে ফরিদপুরে দুইদিন ব্যাপী প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট প্রশিক্ষন কোর্সের উদ্বোধন ।
 ৯সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় শহরের চরকমলাপুরে এনজিও ফোরাম প্রশিক্ষন সেন্টারে এই প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন এডাব কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও আভার নির্বাহী পরিচালক সুরেশ চন্দ্র হালদার।এডাব ফরিদপুর শাখার সভাপতি ও পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃবিলায়েত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুর পল্লি প্রগতী সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান,এডাব  ঢাকা অফিসের প্রোগ্রাম কো-র্ডিনেটর কাউছার আলম কনক,ফরিদপুর সপ্তগ্রাম নারী স্ব-নির্ভর পরিষদ এর পরিচালক প্রোগ্রাম ও কর্মসূচি কাজী সিরাজুল ইসলাম ও এডাব বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম।  দুইদিন ব্যাপী প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট প্রশিক্ষন কোর্সে পরিচালনা করেন প্রশিক্ষক নরেশ চন্দ্র মধু।এই প্রশিক্ষন কোর্সে বৃহত্তর ফরিদপুরে ২০টি এনজিওর ৩০জন প্রতিনিধি অংশ গ্রহনকরেন।

Post Top Ad

Responsive Ads Here