মেহের আমজাদ,মেহেরপুর -“স্বাক্ষরতা অর্জন করি,দক্ষ হয়ে জীবন গড়ি” এই শ্লোগানে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং মুজিবনগর ও গাংনী উপজেলায় স্বাক্ষরতা প্রকল্পের নিরক্ষর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখন শুধু স্বাক্ষর করতে পারলেই হবেনা। লিখতে ও পড়তে জানতে হবে, তবেই স্বাক্ষরতা জ্ঞান হবে।

